কালনায় রথ টানতে গিয়ে পদপিষ্ট হয়ে আহত বহু

রাজ্যে ধর্মীয় উৎসবে পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটল। পূর্ব বর্ধমান জেলার কালনায় জগন্নাথ দেবের রথ টানতে গিয়ে পদপিষ্ট হয়ে অসুস্থ হয়ে পড়লেন বহু দর্শনার্থী। অতিরিক্ত ভিড়ের জেরে ঘটনাস্থলে তীব্র বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। জানা গিয়েছে, বর্ধমানের মহারাজার প্রতিষ্ঠিত রথ দেখতে প্রতিবছর এলাকার মানুষ ভিড় জমান। এ বছরও তার ব্যতিক্রম হয়নি। করোনার কারণে গত দু বছর রথযাত্রা উৎসব বন্ধ ছিল কালনায়। কোভিড সংক্রমণ কমতে এ বছর রথযাত্রা উপলক্ষে মেলায় উৎসবের আমেজ ছিল। এদিন সকাল থেকেই রথযাত্রাকে কেন্দ্র করে এলাকায় প্রচুর মানুষের সমাগম ঘটে। মেলার জায়গাটি ছোট হওয়ায় আর এদিন প্রচুর ভক্ত সমাগম হওয়ায় বিশৃঙ্খলার সৃষ্টি হয়। কে আগে রথের দড়িতে টান দেবে তা নিয়ে হুড়োহুড়ি শুরু হয়। মাটিতে পড়ে যান অনেকে। তাদের ওপর দিয়েই অন্য দর্শনার্থীরা ছোটাছুটি শুরু করেন। ফলে অসুস্থ হয়ে পড়েন বেশ কিছু ভক্ত। এর পর স্থানীয় মানুষজন গুরুতর অসুস্থদের উদ্ধার করে কালনা মহকুমা হাসপাতালে ভর্তি করেন।

error: Content is protected !!