আচমকা মিনিবাসে আগুন, মর্মান্তিক মৃত্যু ৪ কর্মীর

একসঙ্গে চারজনের মৃত্যু। ভয়াবহ! মর্মান্তিক! পুনেতে অফিস যাওয়ার পথে ঘটে এই বিপত্তি। পুলিস সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে অফিসে মিনিবাসে করে অফিসের জন্য যাচ্ছিল। মাঝপথে আচমকাই আগুন লাগে তাঁদের গাড়িতে। মুহূর্তের মধ্যে দাউ দাউ করতে জ্বলতে শুরু করে গাড়িটি। গাড়ির মধ্যেই মৃত্যু হয় চালক সহ চারকর্মীর।  ঘটনাটি ঘটেছে  পুনের পিম্পরি ছিনওয়ারের হিঞ্জেওয়ারি এলাকায়। জানা গিয়েছে, মিনিবাসটি একটি প্রাইভেট কোম্পানির ছিল। যেখানে কিছু অফিসযাত্রীরা ছিলেন। পুলিস জানিয়েছে, গাড়িটিতে হঠাতই আগুন লাগে। তখন গাড়ির চালক গতিবেগ কমাতে শুরু করে। তখন কিছুজন গাড়ি থেকে নামতে সক্ষম হয়। কিন্তু সেই মুহূর্তে ৪ জন গাড়ি থেকে বেরোতে পারেননি। এবং গাড়ির ভেতরেই অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় তাঁদের। এখন মৃতদেহ উদ্ধার করা হচ্ছে।  উল্লেখ্য, কিছুদিন আগেই ১৭ মার্চ চার শিশু অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়। ঘটনাটি ঘটেছিল জগন্নাথপুরে। সেখানে বাচ্চাগুলি খেলছিল। ঠিক কী কারণে আগুন লাগে সেটি এখনও জানা যায়নি। কিন্তু সেই মুহূর্তে ৪ জন গাড়ি থেকে বেরোতে পারেননি। এবং গাড়ির ভেতরেই অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় তাঁদের। এখন মৃতদেহ উদ্ধার করা হচ্ছে।  উল্লেখ্য, কিছুদিন আগেই ১৭ মার্চ চার শিশু অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়। ঘটনাটি ঘটেছিল জগন্নাথপুরে। সেখানে বাচ্চাগুলি খেলছিল। ঠিক কী কারণে আগুন লাগে সেটি এখনও জানা যায়নি। 

error: Content is protected !!
09:52