সুপ্রিম কোর্টের নির্দেশে মিলল রেহাই, ভোটের আগে স্বস্তিতে বিজেপি প্রার্থী ভারতী ঘোষ

নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ভারতী ঘোষকে গ্রেফতার করা যাবে না। এদিন এমনটাই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট । নিজের বিরুদ্ধে জারি গ্রেফতারি পরোয়ানা স্থগিত এবং এফআইআর খারিজের আবেদন নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন ডেবরার বিজেপি প্রার্থী ভারতী ঘোষ। এই আবেদনের প্রেক্ষিতেই সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী নিদেশ। ভারতী ঘোষকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল। আইনজীবী সমীর কুমার ভারতী ঘোষের হয়ে গ্রেফতারি পরোয়ানা স্থগিত এবং এফআইআর খারিজের আর্জি জানান সুপ্রিম কোর্টে। সোমবহার মামলাটি গ্রহণ করেছিল বিচারপতি ইউইউ ললিত এবং কেএম জোসেফের ডিভিশন বেঞ্চ। শুনানির দিন স্থির হয় মঙ্গলবার। এদিন সকালে সুপ্রিম কোর্ট, নির্দেশে জানিয়ে দেয় ভারতী ঘোষকে এখনও গ্রেফতার করা যাবে না। বিধানসভা নির্বাচন প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত এই নির্দেশ বলবত থাকবে। প্রসঙ্গত এবার ভারতী ঘোষ পশ্চিম মেদিনীপুরের ডেবরা আসন থেকে বিজেপির প্রার্থী। তাঁর বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী অপর প্রাক্তন আইপিএস হুমায়ুন কবীর।

error: Content is protected !!