নন্দীগ্রামে ফের বিক্ষোভের মুখে পড়লেন শুভেন্দু, উঠল ‘গদ্দার’ ও ‘চোর’ স্লোগান

নন্দীগ্রামে বিক্ষোভের মুখে পড়লেন শুভেন্দু। আশাদতলায় সভা সেরে বেরনোর সময় বিক্ষোভের মুখে পড়েন শুভেন্দু। তাঁর গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন তৃণমূল কর্মীরা। ‘গো ব্যাক’, ‘গদ্দার’, ‘চোর’ স্লোগান দিতে থাকেন। এই ঘটনাকে ঘিরে শুভেন্দুর কনভয়ে থাকা বিজেপি কর্মী, সমর্থকদের সঙ্গে বচসায় বেঁধে যায় তৃণমূলীদের। অশান্তিতে জড়িয়ে পড়ে দুপক্ষ। এলাকায় উত্তেজনা ছড়ায়। সঙ্গে সঙ্গে আধাসামরিক বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। যদিও এখনও ঘটনাস্থলে এখন উত্তেজনা রয়েছে।

error: Content is protected !!