
১৬ ঘণ্টা পার, ট্যাংরার গোডাউনের এখনও কিছুটা অংশে জ্বলছে আগুন
ট্যাংরায় এখনও জ্বলছে গোডাউনের আগুন। সারা রাত কাজ করেছেন দমকল কর্মীরা। আগুনের তীব্রতা কিছুটা কমলেও ধোঁয়ায় ঢেকে রয়েছে এলাকা। ভোরের দিকে আগুন কিছুটা নিয়ন্ত্রনে এলেও সম্পূর্ণ নিয়ন্ত্রন এখনও করা সম্ভব হয়নি। কালো ধোঁয়ার প্রকোপ কমেছে এলাকায়। এখন ধীরে ধীরে বাড়ছে সাদা ধয়ার প্রকোপ। বেশ কিছু জায়গায় এখনও জ্বলছে পকেট ফায়ার এমনটাই জানা যাচ্ছে এখনও। এই মুহূর্তে দমকলের ৮টি ইঞ্জিন আগুন নেভানর কাজ করছে। সঙ্গে রাখা আছে আরও ১২টি ইঞ্জিন। এই ১২টি ইঞ্জিন মূলত জলের উৎস হিসেবে কাজ করবে বাকি ৮টি ইঞ্জিনের জন্য।