এক হয়ে যাচ্ছে এয়ার ইন্ডিয়া-ভিস্তারা

দেশের অন্যতম প্রাচীন এবং ঐতিহ্যবাহী বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার সঙ্গে জুড়ে যাচ্ছে ভিস্তারা । মঙ্গলবার এ বিষয়ে টাটা কর্ণধার রতন টাটার সংস্থার সঙ্গে সিঙ্গাপুর এয়ারলাইন্সের ঐকমত হয়েছে। আগামী ২০২৪ সালের মার্চের মধ্যেই এই একত্রীকরণ প্রক্রিয়া সম্পন্ন হবে বলে দুই সংস্থার তরফে জানানো হয়েছে। টাটাদের সঙ্গে সিঙ্গাপুর এয়ারলাইন্সের (এসআইএ)-র যৌথ উদ্যোগ ভিস্তারাকে প্রতিযোগিতার বাজারে আরও সক্রিয় করার উদ্দেশ্যেই এয়ার ইন্ডিয়ার সঙ্গে ব্যবসা একত্রীকরণের এই পদক্ষেপ বলে জানা গিয়েছে। এয়ার ইন্ডিয়ার গরিষ্ঠ অংশের মালিকানা বর্তমানে টাটাদের হাতে। গত বছর এয়ার ইন্ডিয়ার নিলাম সম্পন্ন হয়েছিল। কেন্দ্রের হাত থেকে ১৮ হাজার কোটির বিনিময়ে টাটাদের হাতে উঠেছিল এয়ার ইন্ডিয়া। ভিস্তারার গরিষ্ঠ অংশের শেয়ারও টাটাদের হাতেই। ভিস্তারার ৫১% শেয়ার টাটা গোষ্ঠীর হাতে। যার ফলে দেশের অসামরিক বিমান পরিষেবা ক্ষেত্রে এক নতুন সূচনা হতে চলেছে বলে মনে করছেন অনেকে। জানা গিয়েছে, একত্রীকরণের পর এসআইএর হাতে ২৫ শতাংশ শেয়ার থাকবে।

error: Content is protected !!