নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ জয় ভারতের

বুধবার টি২০ সিরিজের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে ১৬৮ রানে হারিয়েছে ভারত। রানের নিরিখে এটাই ভারতের সবচেয়ে বড় জয়। প্রথমে ব্যাট করে ভারত করেছিল ২৩৪। নিউজিল্যান্ড শেষ হয়ে যায় মাত্র ৬৬ রানে। এর আগে ২০১৮ সালে আয়ারল্যান্ডকে ১৪৩ রানে হারিয়েছিল টিম ইন্ডিয়া। এবার কিউয়িদের বিরুদ্ধে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে ভারতীয় দল। টি-টোয়েন্টি ক্রিকেটে শুভমান গিল প্রথম সেঞ্চুরি করলেন। বিশ্বের সব থেকে বড় স্টেডিয়ামে ভারত প্রথমে ব্য়াটিং করে ৪ উইকেটে ২৩৪ রান করে। ৬৩ বলে অপরাজিত ১২৬ রান করেন গিল। ১২টি চার ও ৭টি ছক্কা হাঁকান তিনি। জবাবে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড ১২.১ ওভারে ৬৬ রানে গুটিয়ে যায়। এর আগে ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ডকে ৩-০ ব্যবধানে বড় ব্যবধানে হারিয়েছিল ভারত। ২০২৩ সালের শুরুতেই ভারত টানা চতুর্থ সিরিজ জিতে ফেলল। এর আগে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজও জিতেছে টিম ইন্ডিয়া। নিউজিল্যান্ডের মাত্র ২১ রানে ৫ উইকেট পড়ে যায়। দুই অঙ্ক ছুঁতে পারেননি দলের ৯ জন ব্যাটার। সর্বোচ্চ ৩৫ রান করেন ড্যারিল মিচেল। ৪ উইকেট নেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া। এছাড়া ফাস্ট বোলার আর্শদীপ সিং, উমরান মালিক এবং শিবম মাভি ২টি করে উইকেট পেয়েছেন।

error: Content is protected !!