
মোদির সফরের আগেই গ্রেফতার তেলেঙ্গানার বিজেপি প্রধান বান্দি সঞ্জয়
প্রধানমন্ত্রীর সফরের কয়েকদিন আগেই গ্রেফতার তেলেঙ্গানার বিজেপির রাজ্য সভাপতি বান্দি সঞ্জয়। আগামী ৮ এপ্রিল তেলেঙ্গানায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নতুন একটি বন্দেভারত রুটের উদ্বোধনের পাশাপাশি আরও বেশকিছু প্রকল্পে নাম ঘোষণা করার কথা রয়েছে তাঁর। তার আগেই বিজেপি প্রধানকে গ্রেফতার করায় নতুন করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। গতকাল, মঙ্গলবার রাতে বান্দির কমিমনগরের বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ। মধ্যরাতে তাঁকে নিয়ে যাওয়ার সময় বিজেপি সমর্থকদের সঙ্গে পুলিশের ঝামেলার সৃষ্টি হয়।