সুড়ঙ্গের শেষ প্রান্তে পৌঁছেও খোঁজ মিলল না আটকে থাকা ৮ জন শ্রমিকের

শ্রীশৈলম লেফট ব্যাঙ্ক ক্যানেল (SLBC)-এ টানেল দুর্ঘটনায় 4 দিন পেরিয়ে গেলেও আটকে থাকা ৮ জন শ্রমিকের খোঁজ মেলেনি। জানা গিয়েছে, ইতিমধ্যেই উদ্ধারকারী দলের একটি অংশ সুড়ঙ্গের শেষ প্রান্তে পৌঁছে গেছে। তাও কোনও শ্রমিকের খোঁজ পাওয়া যায়নি। শেষ 50 মিটার পথ পেরোতেই হিমশিম খেতে হচ্ছে উদ্ধারকারী দলকে। এই মুহূর্তে উদ্ধার অভিযানেও সমস্যা হচ্ছে। সুড়ঙ্গের ভেতরে জল জমে রয়েছে। ফলে উদ্ধারকাজেও পদে পদে বাধা আসছে ৷ কাদা ও ধ্বংসাবশেষের কারণে দেরি হলেও সুড়ঙ্গের শেষ প্রান্তে পৌঁছেছে দলটি । নাগরকুর্নুলের পুলিশ সুপার বৈভব গায়কোয়াড় বলেন, “এনডিআরএফ, এসডিআরএফ এবং র‍্যাট মাইনারদের সমন্বয়ে গঠিত 20 সদস্যের একটি দল সুড়ঙ্গের শেষ প্রান্তে পৌঁছতে সক্ষম হয়েছে । কিন্তু সেখানে প্রচুর ধ্বংসাবশেষ রয়েছে । সেগুলি সরিয়ে কীভাবে উদ্ধারকাজ শেষ করা যায়, সেই পরিকল্পনা চলছে ৷ গতকাল উদ্ধারকারী দল সুড়ঙ্গের শেষ প্রান্তের 40 মিটার আগে পর্যন্ত পৌঁছতে সক্ষম হয়েছিল । দলটি ঘটনাস্থলে অনুসন্ধান করলেও এখনও পর্যন্ত আটকে থাকা শ্রমিকদের খোঁজ মেলেনি । তিনি বলেন, ‘‘ভূতাত্ত্বিক জরিপ সংস্থা, যারা নমুনা সংগ্রহ করেছে, তারা এখনও মাটির শক্তি এবং অন্যান্য বিষয়ে কোনও প্রতিবেদন জমা দেয়নি । সেনাবাহিনী, নৌবাহিনী, এনডিআরএফ, জিএসআই এবং অন্যান্য সংস্থার শীর্ষপদস্থ আধিকারিক ও বিশেষজ্ঞরা বুধবারও উদ্ধারকাজ চালিয়ে যাবে ৷ ধসে পড়া মাটি, পলি ও জলের অবিরাম ধারার ফলে উদ্ধারকারীদের কাজ আরও কঠিন হয়ে গিয়েছে ৷ সুড়ঙ্গের ভিতরে তাঁরাও জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন ও উদ্ধারকাজ শেষ করার জন্য নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন ।’’

error: Content is protected !!