কার্তিক মাসের শেষেই শীতের আমেজ, আরও নামল পারদ

বইছে উত্তুরে হাওয়া। আরও নামল পারদ। কার্তিকের শেষেই শীতের আমেজ পশ্চিমবঙ্গে। পারদ পতনের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর ৷ সব জেলাতেই সকালের দিকে হালকা কুয়াশা-ধোঁয়াশা। রাজ্যে বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। দার্জিলিংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঠিকই, তবে তা ঠান্ডা আবহে বাড়তি মাত্রা যোগ করতে পারে। আজ, শনিবার দিনের আকাশ প্রধানত পরিষ্কার থাকবে ৷ কলকাতা ও তৎপ্বার্শবর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রির আশেপাশে থাকবে। পূর্বাভাস অনুযায়ী আজ থেকে হাওয়া বদল। রাজ্যজুড়ে শীতের আমেজের সম্ভাবনা। ইতিমধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি ছুঁয়ে ফেলেছে। জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা আরও কিছুটা নামতে পারে। তবে পারদ পতন মানেই শীত সমাগত, এটা ভাবার কোনও কারণ নেই। খাস কলকাতার তাপমাত্রা ১৫ ডিগ্রি স্পর্শ করলে এবং অন্তত তিন দিন থিতু হলে বলা হয় শীত পড়েছে। আবহবিদরা বলছেন, উত্তর-পশ্চিম ভারতের ওপর দিয়ে শীতল হাওয়ার স্রোত বইছে ৷ তার জেরে ওই অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি নামতে পারে। তার প্রভাবে পূর্বভারতে আগামী পাঁচ দিনে সর্বনিম্ন তাপমাত্রা ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে। শুক্রবার কলকাতা ও তৎপ্বার্শবর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৫ ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে ০.৫ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ০.৩ ডিগ্রি নীচে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ ৯৩ শতাংশ ও সর্বনিম্ন ৩৯ শতাংশ।