প্রথম প্রার্থী তালিকায় ১৩ জনের নাম ঘোষণা করল কংগ্রেস

 আজ রাতেই প্রথম প্রার্থী তালিকা ঘোষণা করে দিল কংগ্রেস। সর্বভারতীয় কংগ্রেসের কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠকের পর প্রথম তালিকায় ১৩ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে কংগ্রেস। বিধানসভা ভোটে বাম ও আব্বাসউদ্দিন সিদ্দিকির আইএসএফের সঙ্গে সংযুক্ত মোর্চায় রয়েছে কংগ্রেস। প্রথম দু’দফায় যেখানে ভোট হবে, সেখানে বেশিরভাগ আসনে প্রার্থী দিয়েছেন বামেরা। কংগ্রেস সেখানে তুলনায় কম আসনে লড়বে।

একনজরে দেখে নিন কংগ্রেসের প্রার্থীদের নাম –

পাথরপ্রতিমা– সুখদেব বেরা

কাকদ্বীপ– ইন্দ্রনীল রাউত

ময়না– মানিক ভৌমিক

নন্দীগ্রাম – ******

ভগবানপুর– শিউ মাইতি

এগরা– মানস কুমার কর্মহপাত্র

খড়গপুর সদর– চিরঞ্জীব ভৌমিক

সবং– চিরঞ্জীব ভৌমিক

বলরামপুর– উত্তর বন্দ্যোপাধ্যায়

বাঘমুণ্ডি– নেপাল মাহাতো

পুরুলিয়া– পার্থপ্রতীম বন্দ্যোপাধ্যায়

বাঁকুড়া– রাধারানি বন্দ্যোপাধ্যায়

বিষ্ণুপুর– দেবু চট্টোপাধ্যায়

কোতুলপুর অক্ষয় সাঁতরা

error: Content is protected !!