ফের রাজ্যে আসছে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ

রাজ্যের নির্বাচনের পরিস্থিতি পর্যালোচনা করার জন্য কেন্দ্রীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ ফের রাজ্যে আসছে। সূত্রে খবর, আগামী ২৩ মার্চ তারা রাজ্যে আসছেন। ওই দিন সকাল এগারোটা কুড়ি মিনিটে বাগডোগরা বিমানবন্দরে নামবেন। তারপর দুপুর বারোটা নাগাদ মুখ্য নির্বাচন আধিকারিক আরিজ আফতাবের সঙ্গে বৈঠক করবেন। দুপুর তিনটে নাগাদ দার্জিলিং, কার্শিয়াং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর মালদা এই ৮ টি জেলার ডিএম, এসপি এবং অফিসারদের সঙ্গে বৈঠক করবেন। জানা গেছে, পরদিন ২৪ মার্চ কেন্দ্রীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন হবে সকাল দশটা পঁয়তাল্লিশ নাগাদ। ওই দিন ২টো ২৫ মিনিট নাগাদ তারা দিল্লির উদ্দেশ্যে রওনা হবেন। এতদিন পর্যন্ত রাজ্যে থাকা অবজারভার এবং বিভিন্ন আধিকারিকের সঙ্গে রাজ্যে নির্বাচনে কি কি পরিস্থিতি রয়েছে তা নিয়ে বৈঠকে বসতে চলেছেন কেন্দ্রীয় নির্বাচন কমিশন। 

error: Content is protected !!