
দিল্লিতে শুরু হল পুরসভার দ্বিতীয় দফার নির্বাচন
দিল্লিতে শুরু হল পুরসভার দ্বিতীয় দফার নির্বাচন। সকাল থেকেই বুথে বুথে ভোট দিতে পৌঁছেছেন ভোটাররা। এমসিডি-র কর্তৃত্ব ছিনিয়ে নিতে আজ ভোটের ময়দানে লড়ছে আপ, কংগ্রেস ও বিজেপি। দিল্লি পুরসভার ২৫০টি ওয়ার্ড দখলের জন্য তৎপর প্রধান তিনটি দলই। সকাল ৮টা থেকে ভোটিং শুরু হয়েছে। চলবে সন্ধ্যা ৫টা ৩০ অবধি। ভোটগণনা হবে আগামী ৭ ডিসেম্বর।