দুর্যোগ মোকাবিলায় বিদ্যালয়গুলিকে বড় নির্দেশ রাজ্য স্কুল শিক্ষা দফতরের

দুর্যোগের কথা মাথায় রেখে এবার স্কুলগুলিকে প্রস্তুতি নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হল জেলাশাসকদের। মূলত আশ্রয় শিবির হিসাবে যাতে স্কুলগুলিকে প্রস্তুত করে রাখা হয় তার জন্য এই নির্দেশ রাজ্য স্কুল শিক্ষা দফতরের তরফে দেওয়া হয় প্রত্যেকটি জেলার জেলাশাসকদের। শনিবারই এই নির্দেশ জেলাশাসকদের দেওয়া হয়েছে বলে স্কুল শিক্ষা দফতর সূত্রে খবর। স্কুল শিক্ষা দফতরের কমিশনার তাঁর নির্দেশিকায় উল্লেখ করেছেন দুর্যোগ বা বন্যার কথা মাথায় রেখে যাতে আশ্রয় শিবির হিসাবে স্কুলগুলি প্রস্তুত করে রাখা হয়, সেই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। প্রসঙ্গত প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বন্যা পরিস্থিতির মোকাবিলায় বাঁধ ও খাল সংস্কারে এখন থেকে প্রস্তুতি গ্রহণের জন্য সেচ দফতরকে নির্দেশ দিয়েছিলেন। এ বার সাইক্লোন,বন্যা ও ধসের মতো প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় প্রস্তুতি বৈঠক ডাকলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। মঙ্গলবার নবান্ন সভাঘরে এই বৈঠকে ডিভিসি, আলিপুর আবহাওয়া অফিস,কলকাতা বন্দর, কেন্দ্রীয় জল কমিশন,সেনা-সহ সংশিষ্ট কেন্দ্রীয় প্রতিষ্ঠান ও রাজ্য সরকারের দফতরগুলিকে আমন্ত্রণ জানানো হয়েছে।

error: Content is protected !!