গুজরাত উপকূলের কাছে আরব সাগরে আছড়ে পড়ল কোস্টগার্ডের চপার, নিখোঁজ ৩
আরব সাগরে একটি ট্যাঙ্কার থেকে এক আহত ক্রিউ সদস্যকে উদ্ধার করা। সেই উদ্ধারের লক্ষ্যে রওনা হয়েছিল কোস্ট গার্ডের এএলএইচ হেলিকপ্টার। এই এএলএইচ হেলিকপ্টার-ই আচমকা আরবসাগরের বুকে আছড়ে পড়ে, এরপর থেকে হেলিকপ্টারে থাকা কোস্টগার্ডের ৩ সদস্যকে খুঁজে পাওয়া যায়নি। তাঁদের খোঁজে চলছে তল্লাশি। ভারতীয় কোস্ট গার্ডের তরফে জানানো হয়েছে, গুজরাতের পোরবন্দর থেকে ৪৫ কিলোমিটার দূরে এরব সাগরের মধ্যে ‘মোটর ট্যাঙ্কার হরি লীলা’তে ছিলেন এক গুরুতরভাবে আহত ক্রিউ সদস্য। তাঁকে উদ্ধার করতে রওনা হয়েছিল এএলএইচ হেলিকপ্টার। সোমবার রাত ১১ টা নাগাদ ওই হেলিকপ্টারকে মোতায়েন করা হয়। তবে আরব সাগরের বুকে রাতের অন্ধকারেই তা ‘হার্ড ল্যান্ডিং’ করে বলে জানা গিয়েছে। হেলিকপ্টারের মধ্যে ৪ জন সদস্য ছিলেন। তাঁদের মধ্যে ১ জনকে উদ্ধার করা গিয়েছে বলে জানা গিয়েছে। তবে বাকি ৩ জনের জন্য চলছে খোঁজ। কোস্ট গার্ড জানিয়েছে, বাধ্য হয়ে আরব সাগরে আপৎকালীন হার্ড ল্যান্ডিং করে হেলিকপ্টার। কোস্ট গার্ডের তরফে বলা হয়েছে, ‘ একজন ক্রুকে উদ্ধার করা হয়েছে এবং বাকি তিনজনের খোঁজ চলছে। এয়ারক্রাফ্টের ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছে।’