দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমায় জোড়া বাঘের আতঙ্ক

পাথরপ্রতিমা এলাকার পূর্ব সুরেন্দ্রনগর গ্রামের বাসিন্দারা। স্থানীয় কয়েকজন বাসিন্দা পাথরপ্রতিমার ঠাকুরান নদীর চরে একজোড়া বাঘ দেখতে পান বলে দাবি করেন। আজ সকালে ঠাকুরান নদীর চরে বাঘের পায়ের ছাপ দেখতে পান গ্রামবাসীরা। বাঘের পায়ের ছাপ দেখার পর আতঙ্ক ছড়িয়ে পড়ে গ্রামবাসীদের মধ্যে। খবর দেওয়া হয় স্থানীয় বন দফতরে। খবর পেয়েই বন দফতরের কর্মীরা ঘটনাস্থলে আসেন। পায়ের ছাপ অনুযায়ী তল্লাশি শুরু করেন বনকর্মীরা।