এবার করোনা আক্রান্ত তৃণমূল প্রার্থী উজ্জ্বল বিশ্বাস

করোনায় আক্রান্ত কৃষ্ণনগর দক্ষিণের তৃণমূল প্রার্থী তথা রাজ্যের বিদায়ী মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। এ কারণে রবিবার ধুবুলিয়ায় মুখ্যমন্ত্রীর জনসভায় তিনি উপস্থিত থাকতে পারেননি। সূত্রের খবর, তিনি এখন বাড়িতেই পর্যবেক্ষণে আছেন। তবে তাঁর বিশেষ কোনও শারীরিক সমস্যা নেই। আগামী ২২ এপ্রিল কৃষ্ণনগর দক্ষিণে ভোটগ্রহণ। তার আগে প্রার্থী করোনা আক্রান্ত হয়ে পড়ায় কিছুটা চিন্তিত তৃণমূল। তবে ভোটগ্রহণের আগেই উজ্জ্বলবাবু সুস্থ হয়ে উঠবেন বলে আশাবাদী অনেকে। তার পরেও নতুন করে ভোটগ্রহণের দিনের প্রস্তুতি নিয়ে রাখছে তারা। 

error: Content is protected !!