করোনায় আক্রান্ত হয়ে প্রয়াত খড়দার তৃণমূল প্রার্থী কাজল সিনহা

করোনায় আক্রান্ত হয়ে মৃ্ত্যু হল খড়দার তৃণমূল প্রার্থী কাজল সিনহার। কলকাতার বেলেঘাটা আইডি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। গত তিনদিন ভেন্টিলেশনে ছিলেন তিনি। এর আগে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ ও জঙ্গিপুরের দুই প্রার্থীর করোনায় মৃত্যু হয়েছিল। ফলে ওই দুই আসনে ভোটের দিন বদলেছে। অন্যদিকে রাজ্য বিধানসভা নির্বাচনের ষষ্ঠ দফায় খড়দা আসনে ভোটগ্রহণ হয়েছে। ভোটের প্রচারের মাঝেই অসুস্থ হয়ে পড়েন কাজল সিনহা। উপসর্গ দেখা দিতেই আইসোলেশনে চলে যান। পরীক্ষা করলে রিপোর্ট পজিটিভ আসে বুধবার। স্বাস্থ্যের অবস্থা খারাপ হওয়াতে তাঁকে বেলেঘাটা আইডি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই আজ মৃত্যু হয় তাঁর।

error: Content is protected !!