মনোনয়ন জমা দিতে গিয়ে কেন্দ্রীয় বাহিনীর লাঠিচার্জে আহত তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তী !
টিটাগড় থেকে এক বিশাল পদযাত্রা করে মনোনয়ন জমা দিলেন তৃণমূল প্রার্থী তথা পরিচালক রাজ চক্রবর্তী । সঙ্গে ছিলেন স্ত্রী শুভশ্রী ৷ মনোনয়ন জমা দেওয়ার আগে কেন্দ্রীয় বাহিনীর লাঠিচার্জে আহত হন রাজ চক্রবর্তী। আচমকাই কেন্দ্রীয় বাহিনী লাঠিচার্জ করতে শুরু করে ৷ তাতেই আহত হন রাজ চক্রবর্তী । শুধু লাঠিচার্জে করেই থেমে থাকেনি কেন্দ্রীয় বাহিনী ৷ কিছুক্ষণ পর কাঁদানে গ্যাস ছুঁড়েছে বলেও জানা গেছে ৷ শুভশ্রী জানান, এটা কোনও সাধারণ র্যালি নয়। এটা রাজের বিজয় মিছিল । জয় নিয়ে 100 শতাংশ নিশ্চিত রাজ-শুভশ্রী ।