পূর্ব বর্ধমানের শক্তিগড়ে তৃণমূল-সিপিএমের তুমুল সংঘর্ষ, ইটবৃষ্টি, মাথা ফাটল ওসির 

পঞ্চয়েত ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্য। সোমবার পূর্ব বর্ধমানের শক্তিগড়ের বড়শুলের উত্তেজনার ছবি সামনে এসেছে। ব্যাপক ইটবৃষ্টি। মোটা লাঠি নিয়ে দু পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষ বাধেঁ। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন বেশ কয়েকজন পুলিশকর্মী। পাশাপাশি ইট লেগে মাথা ফাটে শক্তিগড় থানার ওসির।  এদিকে মনোনয়নপত্র জমা ঘিরে উত্তপ্ত হয়ে উঠল কাকদ্বীপ। সিপিআইএম প্রার্থীদের নমিনেশনে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। এর পরেই প্রতিরোধ গড়ে তুলতে সিপিআইএম কর্মী সমর্থকরা লাঠি নিয়ে তৃণমূল কর্মী সমর্থকদের তাড়া করে। পরে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

error: Content is protected !!