
‘লোহার খুঁটিতে ধাক্কা কাল্পনিক, গাড়ির দরজায় নেই কোনও দাগ’, মমতার গাড়ি দেখিয়ে দুর্ঘটনার তত্ত্ব খারিজ তৃণমূলের
কলকাতাঃ মুখ্যমন্ত্রী নিজে এবং তৃণমূল নেতৃত্ব বুধবারের ঘটনাকে পরিকল্পিত হামলা বলে দাবি করলেও একটি মহল থেকে দাবি করা হচ্ছে, রাস্তার উপর থাকা স্তম্ভে গাড়ির দরজা ধাক্কা লাগাতেই আহত হন মুখ্যমন্ত্রী। এ দিন পাল্টা পার্থ চট্টোপাধ্যায় দাবি করেন, মুখ্যমন্ত্রী যে গাড়িতে করে বুধবার প্রচার করছিলেন, সেটি অক্ষতই রয়েছে। গাড়ির চালকের পাশের আসনের দরজার নীচে ফুটবোর্ডে দাঁড়িয়ে জনতার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছিলেন মুখ্যমন্ত্রী। তৃণমূল নেতৃত্বের দাবি, লোহার স্তম্ভের ধাক্কা লাগলে গাড়ির বাঁদিকের দরজার গায়ে তার দাগ থাকত। কিন্তু গাড়ির দরজায় কোনও দাগ নেই। ফলে দুর্ঘটনার যে দাবি করা হচ্ছে, তা একেবারেই ভিত্তিহীন। মুখ্যমন্ত্রীকে চার পাঁচজন মিলে ভিড়ের মধ্যেই ধাক্কা মেরে জোর করে গাড়ির দরজা বন্ধ করে দেয় বলে অভিযোগ তৃণমূল নেতৃত্বের। তাতেই মুখ্যমন্ত্রীর পায়ে এবং শরীরের অন্য অংশে আঘাত লাগে। মুখ্যমন্ত্রী যে গাড়িতে করে বুধবার প্রচার করছিলেন, নিজেদের বক্তব্যের সমর্থনে এ দিন সেই স্করপিও গাড়িটিও এ দিন সাংবাদিকদের দেখায় তৃণমূল নেতৃত্ব। লোহার খুঁটিতে ধাক্কা লেগে মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ির দরজা বন্ধ হয়েছিল বলে দাবি করেছে প্রত্যক্ষদর্শীদের একাংশ। তা সম্প্রচার করেছে সংবাদমাধ্যম। ওই ঘটনা ‘অপপ্রচার’ বলে দাবি করলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তাঁর কথায়,’কাল্পনিক চিত্র অঙ্কন করে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে আঘাতকে ছোট করে দেখানোর চেষ্টা হচ্ছে। লোহার খুঁটিতে ধাক্কা লাগতে গাড়িতে আঁচড় লাগার কথা। সেটা হয়নি।’ তৃণমূল সাংসদ সৌগত রায়ের বলেন, ‘বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং বিজেপি রাজ্য যুব সভাপতি সৌমিত্র খাঁ বলেছিলেন ১০ তারিখের পর দেখবেন কী হয়। আমরা দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় ১০ তারিখ মনোনয়ন জমা দেওয়ার পরই এই ঘটনা ঘটল। এটা নিয়ে আমাদের ঘোর সন্দেহ। কী ভেবে এ কথা বলেছিলেন ওঁরা?’