
জয়পুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত খারিজ কলকাতা হাইকোর্টে
তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত খারিজ কলকাতা হাইকোর্টে। পুরুলিয়ার জয়পুরের তৃণমূলপ্রার্থী উজ্জ্বল কুমার।‘যে কারণে মনোনয়ন বাতিল, তা নগণ্য, উপেক্ষা করা যায়’, উজ্জ্বল কুমারের আবেদনের শুনানিতে বলল হাইকোর্ট।কমিশনকে পুরনো মনোনয়নই বহাল রাখার নির্দেশ হাইকোর্টের। এর আগে পুরুলিয়ার জয়পুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী উজ্জ্বল কুমারের মনোনয়ন পত্র বাতিল করল নির্বাচন কমিশন। মনোনয়ন পত্রে ত্রুটি থাকায় তা বাতিল করা হয়েছে বলে কমিশনের দাবি। প্রথম দফায় ২৭ মার্চ জয়পুর কেন্দ্রে ভোটগ্রহণ। এক্ষেত্রে মনোনয়ন পেশের শেষ দিন পেরিয়ে যাওয়ায় তৃণমূল প্রার্থীর পক্ষে আর নতুন করে মনোনয়ন জমা দেওয়া সম্ভব ছিল না। মনোনয়ন বাতিল নিয়ে এর আগে কোনও মন্তব্য করতে চাননি তৃণমূল প্রার্থী উজ্জ্বল কুমার। প্রতিক্রিয়া পাওয়া যায়নি তৃণমূলের নেতৃত্বেরও। শেষপর্যন্ত আদালতের রায়ে স্বস্তি তৃণমূল শিবিরে। বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য নির্বাচন কমিশনের ওই সিদ্ধান্ত বাতিল করে পুরনো মনোনয়ন গ্রহণ করার নির্দেশ দেন। তিনি বলেন, উজ্জ্বল কুমারের মনোনয়নে যে ত্রুটির কথা বলা হয়েছে তা নগন্য। এনিয়ে নির্বাচন কমিশনের তরফে আদালতে কেউ আবেদন করেননি। প্রসঙ্গত, মনোনয়নের এক জায়গায় তারিখ ভুল ছিল।