
বাংলার সব সাংসদকে প্রাতরাশ ও চা চক্রে নিমন্ত্রণ রাষ্ট্রপতির, রমজানের মধ্যে কেন নিমন্ত্রণ, ক্ষোভ তৃণমূলের!
শুক্রবার বাংলার সব সাংসদকে প্রাতরাশ ও চা চক্রে নিমন্ত্রণ জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু । তৃণমূল কংগ্রেসের যে সব সাংসদ এই নিমন্ত্রণে যোগ দিতে রাষ্ট্রপতি ভবনে যাবেন, তাঁরা প্রত্যেকেই যেন রাষ্ট্রপতিকে অনুরোধ করেন অপরাজিতা বিলে দ্রুত সাক্ষর করার আর্জি জানিয়ে, এই মর্মে দলের তরফে জারি করা হয়েছে সুস্পষ্ট নির্দেশিকা, দাবি সূত্রের। এর আগেও একই দাবি নিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করেছিল তৃণমূল সংসদীয় প্রতিনিধি দল। রাজ্যের মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে সর্বসম্মতিক্রমে পশ্চিমবঙ্গ বিধানসভায় যে অপরাজিতা বিল পাস হয়েছিল সেখানে রাষ্ট্রপতির সই মেলেনি। ফলে বিলটি আইনে রূপান্তরিত করা সম্ভব হচ্ছে না। এই পরিস্থিতিতে দ্রুত বিলটিতে সই করার জন্য রাষ্ট্রপতির কাছে আর্জি জানান তৃণমূল সাংসদরা। তারপরেও কোনও কাজ হয়নি। এখনও অপরাজিতা বিলে সাক্ষর করেননি দেশের প্রথম নাগরিক । এই আবহে শুক্রবার রাষ্ট্রপতির নিমন্ত্রণে সাড়া দিয়ে তাঁর সঙ্গে প্রাতরাশে হাজির হলে সেখানেই ফের অপরাজিতা বিলে সাক্ষরের প্রসঙ্গটি যাতে উত্থাপন করেন তৃণমূল সাংসদরা, তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় নির্দেশিকা জারি করা হয়েছে দলের তরফে, এমনই দাবি দলীয় সূত্রের। এদিকে, পবিত্র রমজানের মধ্যে রাষ্ট্রপতি কেন বাংলার সাংসদদের প্রাতরাশে নিমন্ত্রণ করলেন তা নিয়ে তৃণমূল কংগ্রেসের অন্দরে ঈষত্ ক্ষোভের সঞ্চার হয়েছে বলেই সূত্রের দাবি । এরই পরিপ্রেক্ষিতে শুক্রবার রাষ্ট্রপতির প্রাতরাশের নিমন্ত্রণে অনুপস্থিত থাকতে পারেন বেশ কয়েকজন শীর্ষ স্থানীয় তৃণমূল সাংসদ, দাবি দলীয় সূত্রের।