করোনায় আক্রান্ত মদন মিত্র
মদন মিত্রের শ্বাসকষ্ট হওয়ায় বুধবার তাঁকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয় বলে খবর। সন্ধ্যা নাগাদ চিকিত্সকরা জানান, করোনা আক্রান্ত হয়েছেন মদন মিত্র। তাঁর শারীরিক অবস্থা চিন্তা বাড়াচ্ছে চিকিত্সকদের। উল্লেখ্য, পঞ্চম দফা ভোটের দিন অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। সেদিন শ্বাসকষ্ট হচ্ছিল তাঁর। এদিন সেই সমস্যা বেড়ে যাওয়ায় তাঁকে হাসপাতালে ভরতি করা হয়। এদিকে করোনা আক্রান্ত হয়েছেন যাদবপুরের সংযুক্ত মোর্চার প্রার্থী সুজন চক্রবর্তী এবং তৃণমূলের প্রাক্তন সাংসদ মমতাবালা ঠাকুরও।