‘নন্দীগ্রামে দিদি নিজের হার মেনে নিয়েছেন, অন্য আসনে দাঁড়াতে পারেন মমতা’, মোদির দাবি ওড়াল তৃণমূল

শেষ দফার নির্বাচনে অন্য কোনও আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এ দিন উলুবেড়িয়ার সভা থেকে এমনই দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ নন্দীগ্রাম হারের ইঙ্গিত দিচ্ছে। এ দিন উলুবেড়িয়ার সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের হার মেনে নিয়েছেন৷ এর পরেই রাজনৈতিক জল্পনা বাড়িয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘দিদি, এখনও শেষ দফার ভোটের জন্য মনোনযন জমা দেওয়া চলছে৷ কানাঘুষো শুনছি আপনি নাকি শেষ পর্বের ভোটের জন্য অন্য কোনও আসন থেকে মনোনযন জমা দিতে পারেন, এটা কি সত্যি? আপনি নন্দীগ্রামে গেলেন, মানুষ আপনাকে জবাব দিয়ে দিয়েছে৷ আপনি অন্য কোথাও গেলেও বাংলার মানুষ তৈরি হয়ে রয়েছে৷’ প্রধানমন্ত্রীর এই দাবিকে গুরুত্ব দিতেই নারাজ তৃণমূল শীর্ষ নেতৃত্ব৷ দলীয় সূত্রের দাবি, নন্দীগ্রাম থেকে জয়ের বিষয়ে ১০০ শতাংশ নিশ্চিত রাজ্যের মুখ্যমন্ত্রী৷ ফলে দ্বিতীয় কোনও আসন থেকে তাঁর ভোটে লড়ার ন্যূনতম কোনও সম্ভাবনাই নেই৷ মানুষকে বিভ্রান্ত করতেই উদ্দেশ্যপ্রণোদিত ভাবে প্রধানমন্ত্রী এবং বিজেপি শিবিরের তরফে এমন খবর ছড়িয়ে দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ শাসক দলের৷ এ দিন নন্দীগ্রামের একটি বুথে গিয়ে প্রায় দু’ ঘণ্টা আটকে থাকার পরও আত্মবিশ্বাসী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, নন্দীগ্রাম থেকে তাঁর জয় নিশ্চিত৷ নন্দীগ্রামে ৯০ শতাংশ ভোট তৃণমূল পাবে বলেও দাবি করেছেন মুখ্যমন্ত্রী৷ সাংবাদিকদের সামনে ভিকট্রি সাইনও দেখান মমতা৷

error: Content is protected !!