গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত ৮১ হাজার ৪৬৬
গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত ৮১ হাজার ৪৬৬ জন। এই সময়ে মৃত্যু হয়েছে ৪৬৯ জনের। সুস্থ হয়েছেন ৫০,৩৫৬ জন। এই নিয়ে দেশে মোট করোনা আক্রান্ত ১ কোটি ২৩ লক্ষ ৩ হাজার ১৩১ জন। আর সুস্থ হয়েছেন ১ কোটি ১৫ লক্ষ ২৫ হাজার ৩৯ জন। বর্তমানে চিকিৎসাধীন আছেন ৬ লক্ষ ১৪ হাজার ৬৯৬ জন। এপর্যন্ত এই রোগে দেশে মোট মৃত্যু হয়েছে ১ লক্ষ ৬৩ হাজার ৩৯৬ জন। গতকালের শেষ হিসেব অনুযায়ী দেশে মোট ৬ কোটি ৮৭ লক্ষ ৮৯ হাজার ১৩৮ জনকে করোনার টিকা দেওয়া হয়েছে।