বিধানসভাতেই রাষ্ট্রপতি নির্বাচনের ভোট দেবেন তৃণমূল সাংসদরা, তুলে ধরবেন ‘ঐক্য’

আগামী ১৮ জুলাই রাষ্ট্রপতি নির্বাচন। আর একই দিনে শুরু হচ্ছে সংসদে বাদল অধিবেশন। এই দিনেই নিজেদের ঐক্য তুলে ধরবেন সবুজ শিবিরের সাংসদরা । ভোট দেবেন বিধানসভাতেই। বাদল অধিবেশনে অংশগ্রহণ করবে তৃণমূল। তবে, বিধান সভাতে বিধায়কদের সঙ্গেই ভোট দেবেন সাংসদরাও। বিশেষ সূত্রে জানা গিয়েছে, এই নির্দেশ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। ঐক্যের বার্তা দিয়ে বিধানসভায় ভোট দেবেন সাংসদরা, জানিয়েছেন সুখেন্দু শেখর রায়। উল্লেখ্য, যদি সাংসদরা বিধানসভায় গিয়ে ভোট দেন, তবে তা আগে থেকে জানাতে হবে নির্বাচন কমিশনে। সবুজ শিবিরের বিধায়ক ও সাংসদদের ঐক্যের বার্তা তৃণমূল তুলে ধরতে চাইছে জাতীয় রাজনীতিতে।

error: Content is protected !!