৪ কেন্দ্রের প্রার্থী বদল করল তৃণমূল

বাম ও বিজেপি এর আগে প্রার্থী বদল করেছে। এক কেন্দ্রে এক জনের নাম ঘোষণার পর তাঁকে অন্য কেন্দ্রে সরিয়ে নিয়ে যাওয়ার ঘটনাও ঘটেছে। এবার ভোটের আগে চার কেন্দ্রের প্রার্থী বদল করল তৃণমূল। নদিয়ার কল্যাণীতে প্রার্থী করা হয়েছে অনিরুদ্ধ বিশ্বাসকে। উত্তর ২৪ পরগনার দুই কেন্দ্রে প্রার্থী বদল করেছে তৃণমূল। অশোকনগর এবং আমডাঙা। অশোক নগরে প্রার্থী করা হয়েছে নারায়ণ গোস্বামীকে এবং আমডাঙায় রফিকুর রহমানকে। অনুব্রত মণ্ডলের জেলা বীরভূমের দুবরাজপুরে দিদি নতুন প্রার্থী করেছেন দেবব্রত সাহাকে। তৃণমূলের প্রথম তালিকায় কল্যাণীতে প্রার্থী করা হয়েছিল রমেন্দ্র নাথ বিশ্বাসকে। অশোকনগরের প্রার্থী ছিলেন ধীমান রায়, আমডাঙায় মোস্তাক মোরতাজা ও দুবরাজপুরে অসীমা ধীবর।

error: Content is protected !!