আগামীকাল বিকেল ৩টে থেকে ৫ টা পর্যন্ত রাজ্য জুড়ে প্রতিবাদ কর্মসূচি তৃণমূলের

প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীদের নিরাপত্তা আরও কঠোর করার নির্দেশ কমিশনের

নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর পরিকল্পিত ‘‌হামলা’‌ই চালানো হয়েছে৷ এমনই দাবি তৃণমূল নেতৃত্বের৷ একই সঙ্গে তৃণমূল মহাসচিব পার্থ চ্যাটার্জি জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর উপরে ‘‌হামলা’‌র প্রতিবাদ এবং নির্বাচন কমিশনের নিরপেক্ষ ভূমিকার দাবিতে শুক্রবার বিকেল ৩ টে থেকে ৫ টা পর্যন্ত গোটা রাজ্যে প্রতিবাদ কর্মসূচি পালন করবে তৃণমূল৷ রাজ্যের প্রতিটি জেলা এবং ব্লকে কালো পতাকা নিয়ে মৌন মিছিল করবেন তৃণমূল কর্মীরা৷ ভোটের দিন ঘোষণার পর থেকেই রাজ্যের পুলিশ প্রশাসনের দায়িত্ব কমিশনের। তাই ঘটনার দায় কমিশনের উপরেই চাপিয়েছে তৃণমূল। এরপরই নড়েচড়ে বসেছে কমিশন। নন্দীগ্রামের ঘটনার পর জেলাশাসকদের কড়া বার্তা দিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক ও নবনিযুক্ত এডিজি(আইনশৃঙ্খলা)। বলা হয়েছে, ‘‌প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে আরও সতর্ক হোন। তাঁদের নিরাপত্তা নিয়ে কোনও আপস করা যাবে না।’‌ কমিশনের স্পষ্ট নির্দেশ, ‘‌নিরাপত্তা জোরদার করার জন্য যা করা প্রয়োজন, তা যেন করা হয়।’‌ 

error: Content is protected !!