দেশজুড়ে ৬৪০ কোটি আয়, পাঠানের অবিশ্বাস্য সাফল্যের পর শাহরুখের শরণাপন্ন কেজিএফের টিম!

বক্স অফিসে এক সপ্তাহেই ঝড় তুলেছে শাহরুখ খানের কামব্যাক ছবি ‘পাঠান’। প্রথম সপ্তাহে এই ছবির সারা বিশ্ব জুড়ে আয় হয়েছে ৬৪০ কোটি টাকা। শুধুমাত্র ভারতেই এই ছবির আয় ৩১৫ কোটি টাকা। ৭দিনে ৩০০ কোটির ক্লাবে জায়গা করে ইতিহাস রচনা করেছে এই ছবি। এর আগে কোনও ছবিই এত দ্রুত ৩০০ কোটির ক্লাবে জায়গা পায়নি। শোনা যাচ্ছে, পাঠানের এই রেকর্ড ব্রেকিং সাফল্যের পরেই কেজিএফের টিম কথা বলেছে শাহরুখের সঙ্গে। শাহরুখকে নিয়ে একটি হিন্দি ছবি বানাতে চান তাঁরা। এবার এই ব্যাপারে মুখ খুলল প্রযোজনা সংস্থা। কেজিএফ টিম শাহরুখ খানকে নিয়ে তৈরি করতে চায় একটি হিন্দি ছবি। এই গুঞ্জনে যখন সরগরম গোটা ইন্ডাস্ট্রি, তখন কার্যত এই জল্পনাকে উড়িয়ে দিলেন হোমেবল ফিল্মের কর্ণধার বিজয়য় কিরাগাঙদুর। প্রযোজক বলেন, এখনই এরকম কোনও পরিকল্পনা নেই। কোনও রকম কোলাবরেশন নিয়ে শাহরুখ বা তাঁর টিমের সঙ্গে যোগাযোগ করা হয়নি। এমনকী এখনও কোনও হিন্দি ছবিও তাঁরা পরিকল্পনা করেননি। ভালো চিত্রনাট্য পেলে, তবেই হিন্দি ছবির পরিকল্পনা করবেন তাঁরা। 

error: Content is protected !!