কৃষক আন্দোলনের জেরে হাওড়া, শিয়ালদহ, কলকাতা থেকে বাতিল একাধিক এক্সপ্রেস

হরিয়ানার আম্বালা ক্যান্টনমেন্ট, ফিরোজপুর ক্যান্টনমেন্ট বিভাগে কৃষক আন্দোলন চলছে। সে কারণে হাওড়া, কলকাতা, শিয়ালদহ স্টেশন থেকে উত্তর ভারতগামী চারটি ট্রেন শুক্রবার বাতিল করা হয়েছে। বাতিল হওয়া ট্রেনগুলির মধ্যে রয়েছে কলকাতা–জম্মু তাওয়াই এক্সপ্রেস। শিয়ালদহ–অমৃতসর এক্সপ্রেস। হাওড়া– অমৃতসর এক্সপ্রেস এবং হাওড়া–কালকা নেতাজি এক্সপ্রেস। এদিকে, শুক্রবার হাওড়া থেকে আপ হাওড়া–নিউ জলপাইগুড়ি বন্দে ‌ভারত এক্সপ্রেস ভোর ৫টা ৫৫ মিনিটের বদলে সকাল ৬টা ৫৫ মিনিটে হাওড়া থেকে ছেড়ে যায়। 

error: Content is protected !!