হাওড়ায় অবরোধের জেরে ভেলর থেকে কলকাতা ফেরার পথে ট্রেনেই প্রাণ গেল এক ব্যক্তির

রেল অবরোধের জেরে ভেলোর থেকে চিকিৎসা করে রাজ্যে ফেরার পথে ট্রেনেই মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার দেউলটি স্টেশনের কাছেই এই ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। হায়দরাবাদ থেকে হাওড়া আসছিল এই ট্রেনটি। সেই সময়েই হাওড়ায় প্রবল বিক্ষোভ আন্দোলনের ফলে আটকে পড়ে অনেক ট্রেন। সেই কারণেই আটকে পড়ে হায়দরাবাদ থেকে হাওড়া ফেরত আসার এই ট্রেনটিও। সেখানেই কে শ্রীনু নামে ওই ব্যক্তির মৃত্যু হয়। যদিও এই বিষয়ে বিস্তারিত এখনও কিছু জানা সম্ভব হয়নি।

error: Content is protected !!