৫ রাজ্যে ভোটপর্বের জেরে সংসদের অধিবেশন মুলতুবির আবেদন তৃণমূলের

নয়াদিল্লি: ৫ রাজ্যে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন। এই পাঁচ রাজ্যের মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গ । ভোটের ময়দানে ইতিমধ্যে শুরু হয়েছে প্রচারপর্ব। এই পরিস্থিতিতে সংসদের অধিবেশন মুলতুবি রাখার আবেদন জানাল তৃণমূল। লোকসভার অধ্যক্ষ ও রাজ্যসভার চেয়ারম্যানকে চিঠি দিয়ে এই আবেদন জানিয়েছেন যথাক্রমে লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় ও রাজ্যসভায় তৃণমূলের দলনেতা ডেরেক ও’ ব্রায়েন। অসম, পশ্চিমবঙ্গ, কেরালা, তামিলনাড়ু ও পুদুচেরির বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন। শুরু হয়ে গেছে সংশ্লিষ্ট সব দলের প্রচার। একই চিত্র পশ্চিমবঙ্গেরও। প্রায় সব দলই ভোট ময়দানে সক্রিয় রয়েছে । প্রচারপর্বে একাধিক কর্মসূচি গ্রহণ করছেন দলীয় সাংসদ, বিদায়ী বিধায়ক, নেতারা। এই পরিস্থিতিতে সংসদের অধিবেশনে যোগদানে প্রচারপর্বে ব্যাঘাত ঘটতে পারে। তাই সংসদের অধিবেশন মুলতুবির আবেদন জানিয়েছে তৃণমূল। দলের তরফে ডেরেক ও’ ব্রায়েন রাজ্যসভার চেয়ারম্যানকে চিঠিতে লিখেছেন, যেহেতু রাজ্যে ভোটপর্ব শুরু হয়ে গেছে তাই 8 মার্চ থেকে শুরু হওয়া সংসদে বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে যোগদান করা তৃণমূলী সদস্যদের পক্ষে সমস্যাবহুল।

error: Content is protected !!