১০৯ নম্বর ওয়ার্ডে তৃণমূলের নির্বাচনী প্রচারে জনজোয়ার

আজ সার্ভে পার্কে নির্বাচনী প্রচারে জমা হলেন প্রচুর সাধারণ মানুষ। দলীয় কর্মীরাও ছিলেন অনেক। উপস্থিত ছিলেন যাদবপুরের বিধায়ক শ্রী দেবব্রত মজুমদার। তৃণমূল কংগ্রেস প্রার্থীর সমর্থনে দলের সমর্থকরা মিছিলে হাঁটবেন, পতাকা ওড়াবেন এটাইতো স্বাভাবিক। কিন্তু বাজার – দোকান থেকে শুরু করে, বাড়ীর নীচতলা ওপরতলার বাসিন্দারা নেমে এলেন, প্রাতঃভ্রমণকারীরা তো ছিলেনই। ছিলেন প্রবীণ মানুষরা। দুহাত তুলে আশীর্বাদ করলেন। চোখে পড়ার মত ছিল নতুন প্রজন্মের ছেলে মেয়েদের ভীড়। অনেকের দু একটি অভিযোগও শোনা গেল। সার্ভে পার্কের পুরোনো চেহারাটা বদলে গেছে কারণ বিপুল অর্থব্যায়ে এখানকার রাস্তা, ফুটপাথের দুধার কার্ব চ্যানেল, ডিভাইডার, পেভার ব্লক, রোড সাইড গার্ডেন দিয়ে সাজানো হয়েছে কিশোর ভারতী

স্টেডিয়ামকে কেন্দ্র করে। যেহেতু স্টেডিয়ামটিকে আন্তর্জাতিক খেলাধূলা যেমন বিশ্বকাপ আয়োজনের উপযোগী করে পুনর্গঠন করা হয়েছে, তাই তার চতুর্পাশকেও সাজিয়ে তোলা হয়েছে। এবার এই স্টেডিয়ামকে কেন্দ্র করে অর্থনৈতিক কর্মকান্ড, রুটি রুজি বেড়ে যাবে। এই মহৎ কর্মকান্ডের জন্য ধন্যবাদ রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়কে, ধন্যবাদ জানাই রাজ্যের ক্রীড়া, যুবকল্যান ও বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস মহাশয় কে। সার্ভে পার্কের সবথেকে নয়নাভিরাম দৃশ্য হল অনেকগুলি হাইমাষ্ট, মিনিমাষ্ট ও সর্বত্র LED ল্যাম্প। এখানে পুরসভা জঞ্জাল অপসারণে কম্প্যাকটার স্টেশন বসানোর পর ভ্যাট আর নেই, রাস্তাও তুলনামূলকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে মাটির নীচ দিয়ে ড্রেনেজ সিস্টেম ঢেলে সাজানো হয়েছে, জল কখনওই তেমন আর জমছে না। আধুনিক শহরের মত আরও অনেক কাজ এখনও করতে হবে। তাই আরও একবার কাজ করার সুযোগ পেলে ফাঁকফোকর যা আছে, তা ভরাট করা যাবে।

error: Content is protected !!