৪৫০ গ্যাস সিলিন্ডার ভর্তি চলন্ত ট্রাকের উপর বজ্রপাত, একের পর এক বিস্ফোরণে কেঁপে ওঠলো এলাকা

রাজস্থানঃ গতকাল গভীর রাতে জয়পুর-কোটা হাইওয়েতে একটি চলন্ত ট্রাকের উপর বজ্রপাত হয়। সেই ট্রাকে ৪৫০টি রান্নার গ্যাস ভর্তি ছিল। বাজ পড়ার পর প্রায় সঙ্গে সঙ্গেই উল্টে যায় ট্রাকটি এবং বিস্ফোরণ শুরু হয়। একের পর এক বিস্ফোরণে কেঁপে ওঠে এলাকা। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, আড়াই ঘণ্টা ধরে চলে বিস্ফোরণ। গোটা এলাকা থমথমে এখনও। আতঙ্ক কাটিয়ে উঠতে পারছেন না স্থানীয় বাসিন্দারা। জানা গিয়েছে, বজ্রপাতের ঘটনার পর ১৫ ঘন্টা কেটে গেলেও এনএইচ-৫২-তে যান চলাচল বন্ধ। বুধবার সকালেও কোটা, আজমের ও জয়পুর যাওয়ার সমস্ত যানবাহন আটকে রয়েছে। সকাল থেকেই এলাকা ঘিরে রেখেছে পুলিশ বাহিনী। গ্যাস কোম্পানির কর্মচারীদেরও ঘটনাস্থলে ডাকা হয়েছে। বহুদূর পর্যন্ত সিলিন্ডারের টুকরো ছড়িয়ে পড়েছে। এই ভয়ঙ্কর দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ট্রাক ড্রাইভার ও খালাসি।

error: Content is protected !!