শান্তিপুরে ক্ষতবিক্ষত ২টি মৃতদেহ উদ্ধার, ১২ ঘণ্টার বনধ ডাকল বিজেপি

ক্ষতবিক্ষত ২টি মৃতদেহ উদ্ধারের ঘটনায় তেতে উঠল শান্তিপুর। মৃত দুই যুবকের নাম প্রতাপ বর্মন (২৫) এবং দীপঙ্কর বিশ্বাস (৩৫)। পরিবারের সদস্যরা জানান, বুধবার বিকেলে বাড়ি থেকে বের হয়েছিলেন দু’জন। রাতে তাঁরা আর বাড়ি ফেরেনি। সকালবেলা স্থানীয় বাসিন্দারা শান্তিপুর থানার মেথিরডাঙা গ্রামের একটি কলাবাগানে রক্তাক্ত অবস্থায় দুজনকে পড়ে থাকতে দেখেন। ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় শান্তিপুর থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রানাঘাট মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন রানাঘাটের বিজেপি সাংসদ তথা শান্তিপুরের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার। তিনি দাবি করেন, মৃত যুবক প্রতাপ বর্মন তাঁদের দলের সক্রিয় কর্মী ছিলেন। ঘটনার প্রতিবাদে শুক্রবার শান্তিপুরে ১২ ঘণ্টার বনধ ডেকেছে বিজেপি।

error: Content is protected !!