
মার্কিন মুলুকে ফের ২টি বিমানের সংঘর্ষ, মৃত ২
মার্কিন মুলুকে মাঝআকাশে ফের দু’টি বিমানের সংঘর্ষ ৷ স্থানীয় সময় বুধবার সকালে দক্ষিণ অ্যারিজোনায় দু’টি ছোট বিমানের মাঝআকাশে সংঘর্ষ হয় ৷ এই ঘটনায় ২ জন নিহত হয়েছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে। ফেডারেল বিমান নিরাপত্তা তদন্তকারীরা জানিয়েছেন, টুকসনের কাছে মারানা বিমানবন্দরে সংঘর্ষের সময় দু’টি বিমানে দু’জন করে আরোহী ছিলেন। একটি বিমান অবতরণের সময় অন্যটি বিমানটি রানওয়ের কাছে মাটিতে আঘাত করে এবং আগুন ধরে যায়। তদন্তকারীরা ঘটনাস্থলে পৌঁছনোর আগেই প্রাথমিক তথ্য উদ্ধৃত করে এমনটাই জানিয়েছে আমেরিকার ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড। মাঝআকাশে কীভাবে দু’টি বিমানের সংঘর্ষ ঘটল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। শেষ মুহূর্তে দুই বিমানচালক ককপিটে কী করছিলেন ? তা জানতে ব্ল্যাকবক্সের তথ্য খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি ককপিট ভয়েস রেকর্ডার চালিয়ে আরও তথ্য জানার চেষ্টা করবেন তদন্তকারীরা। মারানা পুলিশ নিশ্চিত করেছে, দুর্ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে ৷ দু’জনেই একটি বিমানে ছিলেন ৷ ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয় ৷ তাঁদের চিকিৎসা করার কোনও সুযোগ ছিল না। সার্জেন্ট ভিনসেন্ট রিজি জানান, অন্য বিমানে থাকা দুই ব্যক্তি আহত হননি। কর্পোরেশনের দমকল বিভাগ আগুন নেভাতে সহায়তা করেছে বলেও জানিয়েছেন তিনি ৷