
আজ হাওড়া থেকে শুরু হল বন্দে-ভারত এক্সপ্রেসের ট্রায়াল রান
আগামী ৩০ ডিসেম্বর থেকে যাত্রা শুরু। তার আগে হাওড়া- এনজিপি রুটে বন্দে ভারত এক্সপ্রেসের ট্রায়াল রান হল আজ। হাওড়া থেকে ছেড়ে মালদা নির্ধারিত সময়ের বেশ কয়েক মিনিট আগেই আজ সকাল ১০ টা ৩২ মিনিটে মালদহ টাউন স্টেশনে এসে পৌঁছয় হাওড়া থেকে নিউজলপাইগুড়িগামী বন্দে ভারত এক্সপ্রেস। ট্রায়াল রান হওয়ায় ট্রেনে কোনও যাত্রীই ছিল না। ট্রেনে সওয়ার হন রেলের পদস্থ বেশ কয়েকজন আধিকারিক। যাত্রী ওঠানামার বিষয় না থাকায়, ট্রেনের কোনও কোচের দরজাও অবশ্য মালদা টাউন স্টেশনে খোলা হয়নি। রেল সূত্রে খবর, হাওড়া থেকে ছেড়ে খানা জংশন পর্যন্ত ঘণ্টায় ১০০ কিলোমিটার গতিতে ছুটবে বন্দে ভারত এক্সপ্রেস। খানা থেকে মালদহ পর্যন্ত যাবে ঘণ্টায় ৮০-৮৫ কিলোমিটার গতিতে। এই অংশে লাইনের কাজ চলছে। ভবিষ্য়তে এই অংশে ট্রেনের গতি আরও বাড়বে বলে জানাচ্ছেন রেল কর্তারা। মালদহ থেকে এনজেপি পর্যন্ত অবশ্য় ট্রেনের গতি থাকবে ঘণ্টায় ৭৫ কিলোমিটার। এই অংশে লাইনের বদলে সময় লাগবে। রেল চাইছে, সাড়ে সাত ঘণ্টায় হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি পৌঁছক বন্দে ভারত এক্সপ্রেস।