কলকাতা পুলিশের নয়া কমিশনার বিনীত গোয়েল
কলকাতা পুলিশের নতুনকলকাতা পুলিশের নতুন নগরপাল হচ্ছেন বিনীত গোয়েল । সৌমেন মিত্রের জায়গায় আসছেন বিনীত গোয়েল। এই মুহূর্তে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স এবং দুর্নীতি দমন শাখার দায়িত্বে রয়েছেন বিনীত গোয়েল। আগামী ৩১ ডিসেম্বর রাজ্য পুলিশের কমিশনার পদ থেকে অবসর নেমেন সৌমেন। তার পরই দায়িত্ব গ্রহণ করবেন বিনীত। দীর্ঘকাল একাধিক জেলা এবং পুলিশ কমিশনারেট দায়িত্ব সামলেছেন ১৯৯৪-এর ব্যাচের এই আইপিএস অফিসার । অন্যদিকে অবসর নিলেও, এখনই সৌমেনকে ছাড়ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতায় সুষ্ঠু ভাবে ভোটের কাজ করার জন্য সৌমেন মিত্রের প্রশংসা করেছিলেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, অবসরের পর তাঁকে অফিসার অন স্পেশ্যাল ডিউটি নিয়োগ করা হচ্ছে।