জম্মু-কাশ্মীরের রামবনে বিজেপি প্রার্থী রাকেশ সিং ঠাকুরের প্রচারসভায় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

জম্মু ও কাশ্মীরের রামবনে বিজেপি প্রার্থী রাকেশ সিং ঠাকুরের সমর্থনে প্রচারসভায় গেছিলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। আর সেখান থেকেই পাক অধিকৃত কাশ্মীরের বাসিন্দাদের আপন করে নেওয়ার বার্তা দিলেন তিনি। তিনি আরও বলেন যে, আমাদের উন্নয়ন দেখে পাক অধিকৃত কাশ্মীরিরা বলবেন যে তাঁরা আর পাকিস্তানে থাকতে চাননা।  রবিবার রানবনের প্রচারসভা থেকে রাজনাথ বলেন, “জম্মু ও কাশ্মীরে পরবর্তী সরকার গঠন করতে বিজেপিকে সমর্থন করুন যাতে আমরা এখানে ব্যপক উন্নয়ন করতে পারি। এত উন্নয়ন হবে যে, পাক অধিকৃত কাশ্মীরের মানুষেরা সেটা দেখে বলবেন আমরা আর পাকিস্তানের সঙ্গে থাকতে চাইনা এবং তার পরিবর্তে ভারতের আসতে চাই।” পাকিস্তানের অ্যাডিশনাল সলিসিটর জেনারেলের দায়ের করা একটি সাম্প্রতিক হলফনামা নিয়ে তীব্র কটাক্ষ করেছেন রাজনাথ সিং। যে হলফনমায় পাক অধিকৃত কাশ্মীরকে বিদেশী অঞ্চল হিসাবে উল্লেখ করা হয়েছিল। সেই প্রসঙ্গে রাজনাথ বলেন, “পাক অধিকৃত কাশ্মীরের সব বাসিন্দাকে আমি বলতে চাই, পাকিস্তান আপনাদের সঙ্গে বিদেশিদের মতো আচরণ করে, কিন্তু ভারতের লোকেরা আপনাদের সেই ভাবে দেখেন না। আমরা আপনাদের আপন মনে করি, তাই আপনারা আসুন এবং আমাদের সাথে যুক্ত হন।” পাশাপাশি ৩৭০ ধারা প্রত্যাহারের সিদ্ধান্তের বিরোধিতা করার জন্য ন্যাশনাল কনফারেন্স ও কংগ্রেসের জোটকে তীব্র আক্রমণ করেন প্রতিরক্ষামন্ত্রী।