আরও এক ধাপে প্রার্থী তালিকা ঘোষণা করল সংযুক্ত মোর্চা, মমতার বিপক্ষে নন্দীগ্রামে সিপিএম প্রার্থী মীনাক্ষি

আরও এক ধাপে প্রার্থী তালিকা ঘোষণা করল সংযুক্ত মোর্চা। এদিন সাংবাদিক করে প্রার্থী তালিকা ঘোষণা করলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। নন্দীগ্রামে সংযুক্ত মোর্চার প্রার্থী করা হল মীনাক্ষি মুখোপাধ্যায়কে। অন্য দিকে, প্রার্থী করা হল ঐশী ঘোষকে। জামুড়িয়া থেকে প্রার্থী করা হয়েছে তাঁকে। এছাড়াও প্রার্থী করা হয়েছে মহম্মদ সেলিম, সুজন চক্রবর্তীকেও। কিছু আসন ফাঁকা রাখা হয়েছে। সেখানে প্রার্থী দেবে আইএসএফ ও কংগ্রেস। 

একনজরে দেখে নিন, সংযুক্ত মোর্চার প্রার্থী তালিকা…

নন্দীগ্রাম- মীনাক্ষি মুখোপাধ্যায়
জামুড়িয়া- ঐশী ঘোষ
কোচবিহার উত্তর- নগেন রায়
দিনহাটা- আব্দুর রউফ
মাদারিহাট- সুভাষ লোহার
কসবা -শতরূপ ঘোষ
যাদবপুর -সুজন চক্রবর্তী
বেহালা পশ্চিম- নীহার ভক্ত
মহেশতলা -প্রভাত চৌধুরী
মেটিয়াবুরুজ- মহম্মদ জালাল
বালি- দীপ্সিতা ধর
হাওড়া উত্তর- পবন সিং
শিবপুর – জগন্নাথ ভট্টাচার্য
সাঁকরাইল- সমীর মালিক
ডোমজুড়- উত্তম বেরা
উত্তরপাড়া- রজত বন্দ্যোপাধ্যায়
সিঙ্গুর- সৃজন ভট্টাচার্য
বলাগড়- মহামায়া মণ্ডল
পাণ্ড়ুয়া- আমজাদ হোসেন
চণ্ডীতলা – মহম্মদ সেলিম
রাজগঞ্জ- রতন রাই
ডাবগ্রাম ফুলবাড়ি- দিলীপ সিং
বাসন্তী- সুভাষ নস্কর
রায়দিঘি- কান্তি গঙ্গোপাধ্যায়
জয়নগর অপূর্ব প্রামাণিক
সাতগাছিয়া- গৌতম পাল
বিষ্ণুপুর -ঝুমা কয়াল
উলুবেড়িয়া দক্ষিণ- কুতুবউদ্দিন
তারকেশ্বর- সুরজিৎ ঘোষ
আরামবাগ- শক্তিমোহন মালিক
গোঘাট- শিবপ্রসাদ মালিক
মেখলিগঞ্জ- গোবিন্দ রায়
মাথাভাঙা- অশোক বর্মন
শীতলকুচি- সুধাংশু প্রামাণিক
বারাসত- সঞ্জীব চট্টোপাধ্যায়
কুমারগঞ্জ- কিশোর মিনজ
মাজারিহাট- সুভাষ লোহার
শিলিগুড়ি- অশোক ভট্টাচার্য
কামারহাটি- সায়নদীপ মিত্র
দমদম- পলাশ দাস
রাজারহাট-নিউটাউন- সপ্তর্ষি দেব
রাজারহাট-গোপালপুর- শুভজিৎ দাশগুপ্ত
মিনাখাঁ- প্রদ্যোৎ রায়
হিঙ্গলগঞ্জ -রঞ্জন মণ্ডল
খণ্ডঘোষ- অসীমা রায়
বর্ধমান দক্ষিণ- পৃথা তা
রায়না- বাসুদেব খাঁ
মেমারি- সনৎ বন্দ্যোপাধ্যায়
বর্ধমান উত্তর- চণ্ডীচরণ লেট
করণদিঘি- হাফিজুল ইকবাল
ইটাহার- শ্রীকুমার মুখোপাধ্যায়
করিমপুর- প্রভাস মজুমদার
পলাশিপাড়া- এস এম সাদি
বালুরঘাট- সুচেতা বিশ্বাস
ভাতার- নজরুল হক
কুশমণ্ডি- নর্মদা রায়
দমদম উত্তর- তন্ময় ভট্টাচার্য
খড়দহ- দেবজ্যোতি দাস
নবদ্বীপ- স্বর্ণেন্দু সিনহা
করিমপুর- প্রভাস মজুমদার
তেহট্ট- সুবোধ বিশ্বাস
চাকুলিয়া- আলিম ইমরান রমজ
কালনা-নীরব খা
রায়না- বাসুদেব খা
কল্যাণী- সবুজ দাস
চাকদা- নারায়ণ দাশগুপ্ত
চুঁচুড়া- প্রণব ঘোষ
চন্দননগর- গৌতম সরকার
হাওড়া দক্ষিণ- সুমিত্রা অধিকারী
টালিগঞ্জ- দেবদূত ঘোষ
সোনারপুর- শুভম বন্দ্যোপাধ্যায়

error: Content is protected !!