অভিযুক্তদের ধরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল পুলিশের গাড়ি, মৃত ৩ সিভিক ভলান্টিয়র

অভিযুক্তদের ধরতে গিয়ে দুর্ঘটনার উল্টে গেল পুলিশের গাড়ি। মৃত্য হল ৩ সিভিক ভলান্টিয়রের এবং গুরুতর জখম হয়েছেন আরও ৩ জন। তাঁদের হাসপাতালে চিকিত্‍সা চলছে তাঁদের। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, গতি বেশি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উলটে গিয়েছিল গাড়িটি। জানা গিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে আইসি আশিস দাসেক নেতৃত্বে কালিয়াচক থানার পুলিশ কয়েকজন অভিযুক্তকে ধরতে বেরিয়েছিলেন। মোট তিনটি গাড়িতে যাচ্ছিলেন পুলিশ কর্মীরা। তাঁদের মধ্যে কয়েকজন সিভিক ভলান্টিয়রও ছিলেন। ৩৪ নম্বর জাতীয় সড়কে জালালপুর এলাকায় আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায় একটি গাড়ি। সেটিতে ৬ থেকে ৭ জন সিভিক ভলান্টিয়র ছিলেন। গুরুতর জখম হন তাঁরা। স্থানীয়রা দুর্ঘটনার বিষয়টি টের পেয়েই উদ্ধার কাজে হাত লাগায়। ঘটনাস্থলে যায় পুলিশ। স্থানীয় ও পুলিশের তত্‍পরতায় আহদের উদ্ধার করে ভর্তি করা হয় মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানেই মৃত্যু হয় তিন সিভিক ভলান্টিয়রের। আহতরা এখন চিকিত্‍সাধীন।

error: Content is protected !!