
নামজাদা ফোটোগ্রাফারের নাম ভাঙিয়ে নিউড সুট পরে গণধর্ষণ, গ্রেফতার ২
নামজাদা প্রফেশনাল ফটোগ্রাফারের নাম করে নিউড সুট পরে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। কলকাতা থেকে গ্রেফতার ২। টলিউডের সেলিব্রিটি ফটোগ্রাফার তথাগত ঘোষ। আর সেই নাম করে একের পর এক যুবতীকে ধর্ষণ করার অভিযোগ উঠল দুই যুবকের বিরুদ্ধে। এমনকী প্রতারণা করার অভিযোগও উঠেছে। পোর্টফোলিও তৈরি করার প্রতিশ্রুতি দিয়ে যুবতীদের ধর্ষণ করার অভিযোগ উঠেছে। নিজের নাম খারাপ হচ্ছে খবর পেতে শুরু করেছিলেন তথাগত ঘোষ। তাঁর নাম কারা ব্যবহার করে এসব কাণ্ড করছে? এই প্রশ্ন তুলেই যাদবপুর থানায় অভিযোগ জানান তথাগতবাবু। তারপরই কড়া ব্যবস্থা নেয় পুলিশ। এই ঘটনায় এখনও পর্যন্ত দু’জনকে গ্রেফতার করা হয়েছে। প্রতীক পাল ওরফে সায়ন এবং তপন পাল ওরফে অনিকেত বসুর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। সায়ন পাল উত্তর ২৪ পরগনার টিটাগড়ের বাসিন্দা। তপন পাল নৈহাটির বাসিন্দা। প্রতীক এবং তপন ফটোগ্রাফিকে সামনে রেখে তথাগত ঘোষের নাম করে একাধিক যুবতীকে ধর্ষণ করেছে এবং তাদের সঙ্গে প্রতারণা করেছে। গ্ল্যামার দুনিয়ায় কাজের সুযোগ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে নগ্ন ছবি তুলত এই দুই যুবক। পুলিশ সূত্রে খবর, ওই নগ্ন ছবি দেখিয়ে ব্ল্যাকমেল করা হতো। তারপরই ধর্ষণ করত এই দুই যুবক। সামনে ব্যবহার করা হতো টলিউডের বিখ্যাত ফটোগ্রাফারের নাম। অবশেষে যাদবপুর থানায় অভিযোগ দায়ের হতেই গ্রেফতার করা হয় দুই ব্যক্তিকে। দুই যুবতী এই অত্যাচার সহ্য করতে না পেরে বাধ্য হয়ে ফটোগ্রাফার তথাগত ঘোষের সঙ্গে যোগাযোগ করেন। পোর্টফোলিও তৈরি করে সিনেমায় সুযোগ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তাঁদের ধর্ষণ করা হয়েছে বলে জনপ্রিয় ফটোগ্রাফারকে তাঁরা জানান। অভিযোগ করেন, যারা ধর্ষণ করেছে তারা নিজেদের তথাগত ঘোষের সহযোগী বলে দাবি করেছে। ওই দুই যুবককে চেনেন না বলে সাফ জানান তথাগত। তারপরই অভিযোগ দায়ের হয় থানায়। তথাগত রায় বলেন, ‘ওরা আমার নাম ব্যবহার করে অডিশানের জন্য ছবি লাগবে বলত। তারপর যুবতীদের কুপ্রস্তাব দেওয়া হতো। আর যুবতীদের জামা খুলে দিত। সেই ছবি তুলে ব্ল্যাকমেইল করত। দু’জন যুবতী সাহস করে আমার কাছে আসেন। তারপর আমরা থানায় যাই।’ ফটোগ্রাফার তথাগত ঘোষের বক্তব্য, তাঁকে এরকমই একজন যুবতী ফোন করেন। তখনই গোটা বিষয়টি তিনি জানতে পারেন। আর সময় নষ্ট না করে অভিযোগ দায়ের করেন যাদবপুর থানায়। পুলিশ অভিযোগ পেয়েই গ্রেফতার করেছে অভিযুক্তদের। আজ তাদের আদালতে তোলা হলে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।