ক্রাইম উত্তরপ্রদেশে মেয়ের মুণ্ডচ্ছেদ করে সেই মুণ্ড নিয়ে থানায় গিয়ে আত্মসমর্পণ বাবার by সংবাদ AME বাংলা 24X 7 নিজের মেয়ের প্রেমের সম্পর্ক মেনে নিতে পারেননি বাবা। তাই ১৭ বছরের ওই কিশোরির মুণ্ডচ্ছেদ করেন। আর সেই মুণ্ড নিয়ে থানায় যাওয়ার পথে তাঁকে গ্রেপ্তার করে পুলিস। নৃশংস এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের হারদোই জেলায়। পুলিস তাঁকে জিজ্ঞাসাবাদ করছে। সংবাদ AME বাংলা 24X 7 Website https://sangbadamebangla.com/