আগামীকাল প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করতে চলেছে সংযুক্ত মোর্চা

আগামীকাল অর্থাৎ শুক্রবারই প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করতে চলেছে সংযুক্ত মোর্চা ৷ জোটের তরফে জানানো হয়েছে, শুক্রবার বিকেল ৪টে নাগাদ ৬০ জন প্রার্থীর নাম ঘোষণা করবে তারা ৷ প্রার্থী ঘোষণা করা হবে প্রথম ২ দফার ভোটের জন্য ৷ আজ বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু জানান, ‘‘আইএসএফ, কংগ্রেস এবং বামফ্রন্ট যৌথভাবে আগামিকাল কয়েকজন প্রার্থীর নাম ঘোষণা করবে ৷’’ অন্যদিকে, সূত্রের খবর, শুক্রবারই প্রার্থী তালিকা ঘোষণা করবে তৃণমূল কংগ্রেস ও বিজেপি ৷ সেক্ষেত্রে জোটের প্রার্থী ঘোষণার সময় কিছুটা বদলাতে পারে ৷ তবে আপাতত বিকেল চারটেতেই প্রার্থী তালিকা প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট নেতৃত্ব ৷

error: Content is protected !!