অসুখেই অঙ্গ বিকল হয়ে মৃত্যু মইদুলের, পুলিশের লাঠিতে নয়, দাবি ময়নাতদন্তের রিপোর্টে
অসুস্থতার কারণেই মাল্টিঅর্গান ফেলিওর হয় বাঁকুড়ার ডিওয়াইএফআই-এর সদস্য মইদুল মিদ্যার। পুলিশের মারে মৃত্যু হয়নি মইদুলের। আজ, মঙ্গলবার ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশিত হওয়ার পরে এমনটাই জানাল পুলিশ। সূত্রের খবর, ময়নাতদন্তের রিপোর্ট বলছে, আগে থেকেই অসুস্থ ছিলেন মইদুল। তার জেরেই তাঁর একের পর এক অঙ্গ বিকল হয়ে যায়। পুলিশের লাঠির সঙ্গে এর সম্পর্ক নেই। রিপোর্টে বলা হয়েছে, মৃতের […]
আরও পড়ুন