হ্যাকার হানায় ৬দিন ধরে বিকল এইমসের সার্ভার, ২০০ কোটি টাকা মুক্তিপণ দাবি হ্যাকারদের
জানা গিয়েছে, গত ছয়দিন ধরে এইমসের সার্ভার বিকল হয়ে রয়েছে। এমস আশঙ্কা করছে, তিন থেকে চার কোটি রোগীর তথ্য হ্যাক হয়ে গিয়েছে। কারা হ্যাক করেছে, তা খতিয়ে দেখতে একযোগে কাজ শুরু করেছে দিল্লি পুলিশ, ইন্ডিয়ান কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিম এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পদস্থকর্তারা। দিল্লি পুলিশ সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, তাদের ইন্টেলিজ্যান্স ফিউশন অ্যান্ড […]
আরও পড়ুন