ব্রিগেডে লোক ভরাতে তিনটি ট্রেন ভাড়া নিচ্ছে গেরুয়া শিবির

লক্ষ্য ব্রিগেডে লাখ লাখ মানুষের জমায়েত। আর সেই কারণে লক্ষাধিক খরচ করে শুধু ট্রেন ভাড়া করছে বঙ্গ বিজেপি। আগামীকাল অর্থাত্‍ রবিবার ৭ মার্চ কলকাতায় ব্রিগেডে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর সেই সভাতেই বিশাল জনশ্রোতের জোয়ার আনতে বদ্ধপরিকর বঙ্গ শিবির। এই কারণেই উত্তরের তিন জেলা যেখানে বিজেপির ঘাঁটি শক্ত সেখানকার কর্মী-সমর্থকদের আনতে তিনটি বিশেষ ট্রেন ভাড়া করছে গেরুয়া শিবির। তিনটি জেলা হল মালদা, উত্তর দিনাজপুর ও আলিপুরদুয়ার। এই তিন জেলা থেকে প্রচুর মানুষকে ব্রিগেডমুখী করার জন্য আইআরসিটিসির কাছ থেকে বিশেষ তিন ট্রেন ভাড়া নেওয়া হয়েছে। মালদহ ও আলিপুরদুয়ারের যে ট্রেনটি হাওড়া স্টেশন পর্যন্ত আসবে সেটি হবে ২২ বগির। যাদের জন্য বিজেপি মোট খরচ করছে ৪৮ লক্ষ টাকা। অপর একটি ট্রেন যেটি উত্তর দিনাজপুরের হরিশচন্দ্রপুর থেকে শিয়ালদহ অবধি আসবে সেটির বগির সংখ্যা হবে ১৮। যার ভাড়া হিসেবে রেলকে দিতে হবে ১৮ লক্ষ টাকা। ট্রেনগুলি কর্মী-সমর্থকদের নিয়ে এসে আবার ফেরত নিয়ে যাবে। পরিস্কার ও পরিচ্ছন করা ও পানীয় জলের দায়িত্ব রেলকেই নেওয়ার কথা বলেছে রাজ্য বিজেপি।নিয়ম মেনেই বিজেপির কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে আইআরসিটিসির কর্তৃপক্ষ। আজ অর্থাত্‍ শনিবার রাতেই তিনটি ট্রেন নির্দিষ্ট স্থান থেকে কলকাতার দিকে আসার জন্য রওনা দেবে বলে জানা গিয়েছে।

error: Content is protected !!