বিজেপিতে যোগ দিলেন দীনেশ ত্রিবেদী

গেরুয়া শিবিরেই নাম লেখালেন দিনেশ ত্রিবেদী। দিল্লির বিজেপির সদর কার্যলয়ে সর্বভারতীয় সভাপতি দেপি নাড্ডার উপস্থিতিতে বিজেপিতে যোগ দেন রাজ্যসভার প্রাক্তন এই তৃণমূল সাংসদ। ফুল বদল করেই তৃণমূলকে ‘পরিবারিক দল’ বলে কটাক্ষ করেন দীনেশ ত্রিবেদী। তৃণমূল ‘আদর্শচ্যূত’ হয়েছে বলেও তোপ দাগেন। সমালোচনা করে পিকে-র সঙ্গে তৃণমূল যোগের। তিনি বলেন, ‘এতদিন একটি পারিবারিক দলে ছিলাম। এবার জনগণের দলে যোগ দিলাম। বাংলা ও গোটা দেশের সেবা করতেই বিজেপিতে যোগ দিলাম। আবারই বাংলায় আসল পরিবর্তন ঘটবে।’

error: Content is protected !!