সোপিয়ানে খতম ৪ জঙ্গি

সেনা–জঙ্গি গুলির লড়াইয়ে সাতসকালে উত্তেজনা ছড়াল সোপিয়ানে। সোপিয়ানের মণিহাল এলাকায় বেশ কিছুক্ষণ ধরে দু’‌পক্ষের মধ্যে গুলির লড়াই চলে। এই সংঘর্ষের ফলে ভারতীয় সেনার গুলিতে প্রাণ হারায় ৪ জঙ্গি। সেনাবাহিনী সূত্রে খবর, যে ৪ জন জঙ্গি মারা গেছে তাঁরা প্রত্যেকেই লস্কর–ই–তৈবার সদস্য। সোপিয়ানের মণিহাল এলাকায় আরো বেশ কয়েক জন জঙ্গি লুকিয়ে আছে বলেই ধারণা সেনাবাহিনীর। বাকি জঙ্গিদের ধরতে ইতিমধ্যেই সোপিয়ানের মণিহাল এলাকায় ভারতীয় সেনা এবং স্থানীয় পুলিশের যৌথবাহিনী নাকা তল্লাশি চালাচ্ছে। সন্দেহভাজন কাউকে দেখলেই জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। 

error: Content is protected !!